৮৭৯৪৫৩৪৫০১ !

সরকারি কর্মীরা ঘুষ চাইলে, অথবা সরকারি অফিসে কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেবে বিপ্লব দেবের প্রশাসন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার ফেসবুক এবং ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি হোয়াটসঅ্যাপ  নাম্বার দিয়ে বলেছেন, প্রমাণসহ সেই নম্বরে অভিযোগ জানাতে। চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ জানাতে হবে ৮৭৯৪৫৩৪৫০১ নম্বরে।

মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে বলেছেন, তার সরকার কোনভেবেই আপোস করবে না দুর্নীতির সঙ্গে।
মুখ্যমন্ত্রী অফিসের  ওএসডি সঞ্জয় মিশ্র বলেছেন, মুখ্যমন্ত্রীর অফিস থেকেই বিষয়টি দেখা হবে। প্রথমে মুখ্যমন্ত্রীর সেক্রেটারি বিষয়টি দেখবেন।

COMMENTS