কেন্দ্রীয় কারাগারের বিচারাধীন বন্দী কোভিড পজিটিভ

কেন্দ্রীয় কারাগারের বিচারাধীন বন্দী কোভিড পজিটিভ

ত্রিপুরার কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী আরও একজন করোনায় আক্রান্ত। এর আগেও জেলে আটক বেশ কয়েকজনের শরীরে করোনার জীবানু মিলেছিল।

জুন মাসের প্রথম দিকে চারজনের খোঁজ মিলেছিল পজিটিভ, যারা বিচারধীন বন্দী হিসাবে ছিলেন কেন্দ্রীয় সংশোধনাগারে। গতরাতে মিলল আরেকজন। সব নিয়ে পাঁচজন বিচারাধীন বন্দী ত্রিপুরায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত।

গতরাতে যার শরীরে করোনার জীবানু পাওয়া গেছে তাকে একটি চুরির ঘটনায় ২৪ জুন গ্রেপ্তার হয়েছিল এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। ২৫ জুন তাকে আদালাতে তোলা হয়েছিল। তখন পুলিশ তিনদিনের রিমান্ড চায় আদালতে। এবং ২৭ জুন পর্যন্ত সে এয়ারপোর্ট থানারা হাতে আটক ছিল রিমান্ডে। ২৭ তারিখ আবার তাকে আদালতে তোলা হয় এবং পাঠানো হয় জেল হাজতে। ২৮ জুন তার স্যাম্পল নেয়া হয়েছিল পরীক্ষার জন্য। সেখানে দেখা যায় পজিটিভ। মঙ্গলবার ঐ যুবককে পাঠানো হয়েছে হাপানিয়ার কোভিড কেয়ার সেন্টারে। তার কোন ট্র্যাভেল হিস্ট্রি নেই।

আগে যে চারজন পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে দুজন এনডিপিএস এক্টে গ্রেপ্তার হয়েছিল, বাকি দুজন একটি খুনের মামলায় ধরেছিল পুলিশ।

COMMENTS