ধর্মনগরে সোনার বিস্কুট!

গোপন সূত্রের ভিত্তিতে আজ ধর্মনগরে ২৪১ গ্রাম সোনার বিস্কুটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

নেশা সামগ্রীর সাথে সাথে এখন ধর্মনগর সোনা পাচারও শুরু হয়েছে। করিডর হিসেবে ধর্মনগর মহকুমাকে বেছে নিয়েছে পাচারকারীরা।

উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর মহকুমার বিষ্ণুপুর থেকে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে।
আটক হয়েছেন বছর সাতান্ন’র নগেন্দ্র দাস।

পুলিশ সুপার দাবি করেছেন, অনেকদিন ধরেই তারা জানতেন, বাংলাদেশ থেকে বেআইনি সোনার বিস্কুট ধর্মনগরে আসছে।

পুলিশ, বাইসাইকেলে সোনার বিস্কুট নিয়ে আসার সময় নগেন্দ্র দাসকে আটক করে, এবং তার কাছ থেকে ২৪১ গ্রামের সোনার বিস্কুট পাওয়া গেছে, ১৫ লাখ টাকা হবে দাম, বলেছেন পুলিশ সুপার ।

সীমান্ত সুরক্ষা বাহিনীর নাকের ডগার দিয়েই এই ব্যক্তি ধর্মনগরব্র দীঘলবাক এলাকাতে আসেন। সেখানেই তল্লাশি চালায় পুলিশ।

COMMENTS