সোনামুড়ার তকছাপাড়ায় বিএসএফ গাঁজা উদ্ধারে গিয়ে গুলি চালিয়েছে। যদিও কেউ আহত হননি।
বিএসএফ এবং পুলিশ গাঁজা উদ্ধারে তকছাপাড়ায় গিয়েছিল। কিছু গাঁজা বাজেয়াপ্ত করে ফিরে আসার সময়, তাদের উপর ঢিল মারা হয়। বিএসএফ তখন গুলি চালায়। কোনও পক্ষেই আহত হওয়ার কোনও খবর নেই। পুলিশ সূত্রে জানা গেছে।
কয়েক কেজি গাঁজা উদ্ধার হয়েছে। রোদে গাঁজা শুকাতে দেয়া হয়েছিল।
ঘটনা গতকাল বিকালের।
নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগান বেশ শোনা যেত বিজেপি-আইপিএফটি ২০১৮ সালে ক্ষমতায় আসার পরে পরেই।
মাঝে মাঝেই গাঁজা বাজেয়াপ্ত হয়, তাতে গাঁজা চাষ চলছে বোঝাই যায়।
গাঁজা ছাড়াও নানা রকম ড্রাগস’র ব্যবহারও বেড়েই চলেছে।
আগরতলার বিবেকানন্দ ময়দান( আস্তাবল) সন্ধ্যার পর ঠেক হয়ে ওঠে।
COMMENTS