উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শেষ নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী রাধাচরণ দেববর্মা এডিসি ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন, প্রথম প্রতিক্রিয়া।

উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শেষ নির্বাচিত মুখ্য কার্যনির্বাহী রাধাচরণ দেববর্মা এডিসি ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন, প্রথম প্রতিক্রিয়া।
ত্রিপুরা বিজেপি-আইপিএফটি সরকারের প্রতি ক্ষোভের প্রকাশ হয়েছে এডিসি ভোটের ফলে।
তিপ্রা মথা মানুষকে শেল্টার দিতে পেরেছে, ভোট পেয়েছে।
গ্রেটার তিপ্রাল্যন্ড ইস্যুতে মথা’র জয় নয়, যদি হয়েও থাকে, এই ভুল ভাঙতে সময় নেবে না। রাধাচরণ বলেছেন।
বামফ্রন্ট গত এডিসি নির্বাচনে আঠাশে আঠাশ আসন নিয়ে এসেছিল, এবার সাফ হয়ে গেছে। তিপ্রা মথা এডিসিতে ক্ষমতায় আসছে কাউন্টিং’র ঝোঁক তাই বলছে।

COMMENTS