২৭ মে পর্যন্ত আগরতলা বিমান বন্দর থেকে কোন বিমান চলাচল করবে না।
কলকাতায় ২৮ মে পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ।
আগরতলার এমবিবি বিমান বন্দরের পরিষেবা নির্ভর করে মূলত কলকাতার উপরেই। কলকাতা হয়েই অধিকাংশ বিমান আসে আগরতলায়, এবং যায়ও।
সোমবার থেকে দেশের বিভিন্ন শহরে বিমান চলাচল হয়েছে, সেদিনও কোনও বিমান আগরতলায় চলেনি।
আগরতলার এমবিবি বিমান বন্দরের স্টেশন ডিরেক্টর ভিকে শেঠ জানিয়েছেন, ২৭ তারিখ পর্যন্ত কলকাতা বিমান বন্দর বন্ধ থাকার কারণে আগরতলা বিমান বন্দরও বন্ধ রাখতে হচ্ছে। কলকাতা বিমান বন্দরে ২৮ তারিখ থেকে বিমান চলাচল করবে। কিন্তু তারা ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিচ্ছে। ফলে আগে যেখানে আগরতলাতে ছ’টি বিমান আসার এবং যাওয়ার কথা ছিল, সেই সংখ্যা একই থাকবে কিনা, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আগামীকাল নতুন সূচী আসলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। ২৫ তারিখ থেকে বিমান চলাচলের জন্য যে সূচী তৈরি হয়েছিল, তাতে আগরতলা থেকে দিল্লি, ইত্যাদি জায়গার ডিরেক্ট ফ্লাইট ছিল না।
COMMENTS