প্রাইভেট টিউটরদের মাসে সাড়ে সাত হাজার টাকা দেয়ার দাবি বাম যুব সংগঠনের

প্রাইভেট টিউটরদের মাসে সাড়ে সাত হাজার টাকা দেয়ার দাবি বাম যুব সংগঠনেরFeatured Video Play Icon

প্রাইভেট টিউটরদের তিন মাসের জন্য প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে সাহায্য করার দাবি জানিয়েছে বাম যুবরা। তাছাড়া  ত্রিপুরা সরকারের সমস্ত খালিপদ পূরন, উপজাতি এলাকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, করোনা অতিমারির কারণে যারা কাজ হারিয়েছেন, তাদের কাজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
 সাতটি দাবি নিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আজ রাজ্যের প্রতিটি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে ত্রিপুরায়।
রক্তদান শিবিরে যেভাবে আক্রমণ  বন্ধ করার জন্য জেলা শাসকদের ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন ডিওয়াইএফআই  রাজ্য সম্পাদক নবারুন দেব।

COMMENTS