হু হু করে বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যা একসময় ‘কোভিড মুক্ত’ বলে ঘোষিত ত্রিপুরায়।

হু হু করে বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যা একসময় ‘কোভিড মুক্ত’ বলে ঘোষিত ত্রিপুরায়।

হু হু করে বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যা একসময় ‘কোভিড মুক্ত’ বলে ঘোষিত ত্রিপুরায়। একদিনেই মৃত্যুর তালিকায় দশজন যোগ হলেন, মোট ১১২, স্বাস্থ্য দফতরের সন্ধ্যার বুলেটিন অনুযায়ী।

 

অবশ্য, সরকারী ওয়েবসাইট কভিডওয়াননাইন ডট ত্রিপুর ডট গভ ডট ইন-এ  প্রতিদিনই এই বুলেটিনের সাথে আক্রান্তের সংখ্যায়, টেস্ট সংখ্যায় এবং মৃত্যু সংখ্যায়ও পার্থক্য থাকছে।   এই ওয়েবসাইটের হিসাব নিলে, একদিনে মৃত্যু নয়জনের, কারণ ৩০ আগস্টে সেখানে সেই সংখ্যা ১০৩ । এটা বোঝাতেই তথ্যে পার্থক্যের কথা বলা।

 

নয় হোক, অথবা দশ, একদিনে ত্রিপুরায় কভিডে এটাই সবচেয়ে বেশি মৃত্যু। আগরতলার একজন পরিচিত আইনজীবীও আছেন, এই তালিকায়।

মৃত্যু হারে ত্রিপুরাই উত্তরপূর্ব ভারতে সবার আগে, সেই হার আরও বেড়েছে। এখন তা ০.৯৬ শতাংশ।

 

সামগ্রিক সংক্রমণের  হারও বাড়ছে লাফিয়ে।

 

কোভিড পরিস্থিতি ধীরে ধীরে ঢিলে হয়ে যাচ্ছে। মৃত্যু বাড়ছে, কোভিড ওয়ার্ডে চিকিৎসা গাফিলতি, অক্সিজেন না পাওয়ার অভিযোগ  প্রতিদিন উঠছে। তাতে যে  নাড়াচাড়া পড়ছে , তা নয়।

COMMENTS