সঙ্ঘমিত্রা!

সঙ্ঘমিত্রা!

বিয়ে ক্লাস নাইনেই। ২০১৬ সালে। মাধ্যমিক দিলেন ২০১৮ সালে।তার আগেই মা হয়েছেন। তখন ছেলের বয়স কয়েক মাস।

২০২০ সালে উচ্চ মাধ্যমিক।

ফল বেরিয়েছে আজ সেই পরীক্ষার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ’র মেধা তালিকায় তিনি সাতে, পেয়েছেন ৪৬৩ নম্বর, প্রথমের সাথে মাত্রই ঊনিশের ফারাক। ছেলের বয়স এখন দু’বছর সাত মাস।

কলেজে ভর্তি হবেন ইংরাজি কিংবা ভূগোল পড়তে।

রাজু দাসকে বিয়ে করেছেন, তিনি এখন কাশ্মীরে, সিআরপিএফ-এ কাজ করেন।

 

নাম তার সঙ্ঘমিত্রা দেব। বাড়ি আগরতলা লাগোয়া গান্ধীগ্রামে।

ছোটভাই  সিদ্ধার্থও পরীক্ষা দিয়েছিলেন, কয়েক নম্বরের জন্য প্রথম দশে নেই, আফসোস এই একটাই।

COMMENTS