ত্রিপুরায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ব্যবস্থা নেয়া হয়েছেঃ মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ত্রিপুরা সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ভয় পাবার কিছু নেই।সবাইকে সচেতন থাকতে হবে। পরিষ্কার,পরিচ্ছন্ন থাকতে হবে। জ্বর-সর্দি-কাশি হলে সামান্য ব্যাপার ভেবে অবহেলা করলে চলবে না। এই ধরনের কিছু হলেই বাড়ির কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করতে হবে, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মহাকরণে সংবাদ সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী।করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সে ব্যাপারে বলেছেন।
‘এপিডেমিক অ্যাক্ট ১৮৯৭’ প্রয়োগ করা হচ্ছে এই মহামারি নিয়ন্ত্রণে।

আগরতলা বাদে সবগুলি বর্ডার চেকপোস্ট বন্ধ করে দেয়া হয়েছে। সীল করা হয়েছে ত্রিপুরার ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত। আগরতলা চেকপোস্টে কড়া ব্যবস্থা করা হয়েছে চেকিং-র। জেলা শাসকদের নির্দেশ দেয়া হয়েছে, করোনা ভাইরাসের জন্য প্রতিরোধ এবং সচেতনতার বিষয়টি দেখার। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। কোথাও জনসমাগম করতে বারণ করা হয়েছে। এখন পর্যন্ত ত্রিপুরায় ৩৭ জনকে সন্দেহ করা হয়েছিল আক্রান্ত বলে। কিন্তু পরে রিপোর্টে দেখা গেছে তারা নেগেটিভ। ত্রিপুরাতে একজনও আক্রান্ত হবার খবর নেই। জিবিপি এবং আইজিএম হাসপাতালে আইসোলেসন ইউনিট করা হয়েছে। চারটি জায়গায় তৈরি হয়েছে কোয়ারেন্টাইন ইউনিট। চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রটোকল। মোটরস্ট্যান্ড, আইএসবিটি, রেলস্টেশনে করা হচ্ছে সচেতনতার প্রচার।

COMMENTS