ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যম নিয়ে সম্প্রতি সাব্রুম মহকুমায় একটি স্পেশাল ইকনমিক জোন’র উদ্বোধনের সময় বলেছিলেন, কিছু কিছু পত্র-পত্রিকা অত্যুৎসাহী, ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করা করছে। তিনি তাদের মাফ করবেন না। ত্রিপুরার মানুষ মাফ করবে না। তিনি যা বলেন , তা করে দেখান। ইতিহাস তার সাক্ষী।
মন্তব্যের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের ত্রিপুরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টস ১৩ সেপ্টেম্বর সভা করে মুখ্যমন্ত্রীকে তিনদিনের মধ্যে মন্তব্য ফিরিয়ে নিতে বলেছিল।
গত কয়েকদিনে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। একজনকে হাসপাতলে চিকিৎসা নিতে হচ্ছে।
মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন দিয়েছেন।
উল্লেখ্য, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে ত্রিপুরা হাইকোর্ট একটি স্বপ্রণোদিত জনস্বার্থ মামলা নিয়েছে এবং কোভিড বিষয়ে বেশ তথ্য জানতে চেয়েছে সরকারের কাছে।
COMMENTS