কেরালায় রোগীর চেয়ে অনেক বেশি বেড, খালি পড়ে আছে আইসিইউ,ভেন্টিলেটর

কেরালায় রোগীর চেয়ে অনেক বেশি বেড, খালি পড়ে আছে আইসিইউ,ভেন্টিলেটর

কেরালার স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে আগামীদিনে আরও বাড়বে কোভিড আক্রান্তের সংখ্যা।
কেরালায় মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, তবে এক্টিভ রোগী ২৭,৮৭৭ জন।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা নাগরিকদের সতর্ক দিয়ে বলেছেন, আগামীদিনে আরও বাড়বে সংক্রমিতের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।

এরনাকুলামের কালামসেরি মেডিক্যাল কলেজে নতুন সুবিধার উদ্বোধনে গিয়ে বলেছেন তিনি। ভেন্টিলেটরের অভাবও দেখা দিতে পারে যদি আরও বয়স্ক মানুষ সংক্রমিত হয়ে পড়েন।
শুক্রবারে একলাখ ছাড়িয়ে গেছে কোভিড রোগীর সংখ্যা, মোট মৃত্যু হয়েছে ৪১০ জনের, মৃত্যু-হার ০.৪ শতাংশ।
উল্লেখ্য, ত্রিপুরায় মোট আক্রান্তের সংখ্যা কেরালার মোট আক্রান্তের পাঁচভাগের একভাগেরও কিছুটা কম, মৃত্যু দু’শো হারিয়েছে, হার ১.০৭ শতাংশ।

শৈলজা বলেছেন, আরও মৃত্যু হয়ত দেখতে হবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে।
কেরালায় সুস্থ হয়েছেন, ৭৩,৯০৪ জন। বিশেষজ্ঞরা বলেছেন, আগামীদিনে বাড়বে আরও সংখ্যা।
জানুয়ারির ৩০ তারিখ কেরালায় প্রথম কোভিড রোগী ধরা পড়েছিলেন।
অন্য রাজ্য থেকে কেরালায় মানুষ ফিরতে শুরু করলে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।
৩ মে কেরালায় ৯৫ জন এক্টিভ ছিলেন, ৪ মে তারিখে বর্ডার গেট খুলে দেয়া হয়। তখন সরকারি খরচে বাইরের মানুষদের বিভিন্ন হোটেল, অতিথি-নিবাস, ইত্যাদিতে তাদের রাখা হয়। কেরলাই একমাত্র রাজ্য যেখানে রুম-কোয়ারান্টিনে থাকাদের জন্যও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে।
কেরালায় কোভিড আক্রান্তদের জন্য ৪২ হাজার বেড আছে। সক্রিয় রোগী তার অর্ধেকের কিছু বেশি। এক হাজারের বেশি আইসিইউ বেড রয়েছে, ৬২৪ খানাই খালি আছে। সরকারি হাসপাতালে আটশো’র মত ভেন্টিলেটর আছে, ৫১৯ ভেন্টিলেটর খালি আছে।
বেসরকারি হাসপাতালের হিসাব ধরলে সংখ্যা কয়েক হাজার। প্রাইভেট হাসপাতালেও আরও কয়েক হাজার খালি আইসিইউ এবং ভেন্টিলেটর রয়ে গেছে।

তারপরেও ৫০ হাজার আরও বেড তৈরি করা হচ্ছে। তারপরেও শৈলজা সতর্ক করেছেন, ভেন্টিলেটরের অভাব হতে পারে।তাই সাবধানে থাকতে হবে।

( বেডের তথ্য গত সপ্তাহের শেষের )

COMMENTS