এবারের কেন্দ্রীয় বাজেটে এই নির্দিষ্ট খাতে বরাদ্দ হয়েছে ৫৯২.৫ কোটি টাকা। এক বছরের জন্য এই বরাদ্দ।
এই বরাদ্দ অনুসারে ২৪ ঘন্টায় ব্যয় হবে ১.৬ কোটি টাকা। প্রত্যেক ঘন্টার হিসাবে ৬,৬৬,৬৬৬ টাকা। প্রতি মিনিটে ১১,১১১ টাকা। প্রতি সেকেন্ডে ১৮৫ টাকা।
এই বরাদ্দ এস পি জি’র জন্য।
স্পেশাল প্রটেকশন গ্রুপ। এই বাহিনীতে কাজ করেন প্রায় ৩০০০ জন। এদের দায়িত্ব একটাই , দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা প্রদান করা।
গত বছর এস পি জি আইনে সংশোধনী আনা হয়। দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা। গতবছরও এদের নিরাপত্তা বলয়ে থাকতেন তিন গান্ধী -সোনিয়া , রাহুল ও প্রিয়াঙ্কা ।
গত বছরে চারজন অতি বিশেষ গুরুত্বপূর্ন ব্যক্তির নিরাপত্তার জন্য দেশের কোষাগার থেকে এই বাহিনীর জন্য বরাদ্দ হয়েছিল ৫৪০.১৬ কোটি টাকা। এবার বরাদ্দ বেড়েছে প্রায় দশ শতাংশ । নিরাপত্তার আওতায় আছেন মাত্র একজন।
গত বছরের হিসেব অনুযায়ী প্রত্যেকের জন্য দৈনিক নিরাপত্তা বাবদ খরচ ছিল প্রায় ৩৭ লক্ষ টাকা। এখন ১.৬ কোটি টাকা। এক বছরের মধ্যেই দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার খরচ বেড়ে গেছে ৩৩২ শতাংশ।
COMMENTS