উত্তর প্রদেশে গৃহ বন্দী ভীম আর্মি নেতা চন্দ্রশেখর

উত্তর প্রদেশে গৃহ বন্দী ভীম আর্মি নেতা চন্দ্রশেখর

ভীম আর্মির প্রধান নেতা চন্দ্রশেখর আজাদকে উত্তরপ্রদেশে গৃহবন্দি করে রাখা হয়েছে। আজ সন্ধ্যের ঘটনা।

সংবাদ সংস্থা আইএএনএস ভীম আর্মির আরেক নেতা অনুরাগকে উদ্ধৃতি করে এ খবর জানিয়েছে ।

সারাদেশে সি এ এ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা চন্দ্রশেখর আজাদ।

আজ সন্ধ্যে নাগাদ দালিবাগ এলাকার একটি সরকারি গেস্ট হাউসে তাকে গৃহবন্দি করা হয়। দালিবাগ উত্তর প্রদেশের রাজধানী লখনউ’তে।দালিবাগের ক্লোক টাওয়ারে সি এ এ বিরোধী আন্দোলন কর্মসূচিতে তার অংশগ্রহণ করার কথা ছিল ।

দালিবাগের এ ডিজি পি জানিয়েছেন পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করার কোনও ঘটনা ঘটেনি । তবে পুলিশ যখন জানতে পারে যে একটি সরকারি গেস্ট হাউসে চন্দ্রশেখর এসেছেন তখন অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়।

ভীম আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে চন্দ্রশেখরকে সি এ এ বিরোধী আন্দোলন কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে অংশ নিতে দেওয়া হচ্ছেনা । এর আগেও একবার চন্দ্রশেখরকে গ্রেপ্তার করা হয়েছিল

COMMENTS