শ্রমজীবী মহিলা সমন্বয় সমিতি আইন অমান্য করতে রাস্তায় নামছে আগামীকাল। সিট্যু’র একটি সংগঠন।
নারীদের এই আইন অমান্য আন্দোলনের কথা জানিয়েছেন পাঞ্চালী ভট্টাচার্য।
আট দফা দাবি নিয়ে দেশজুড়ে এটি হচ্ছে।
ত্রিপুরায় রাজ্যের দুইগটি বিষয় দাবিতে রাখা হয়েছে। সিট্যু বলছে, নারী নির্যাতনে ত্রিপুরা এখন দেশে দ্বিতীয় স্থানে। উত্তরপ্রদেশের পরেই ত্রিপুরা। এটা লজ্জার। তার বিরুদ্ধে আওয়াজ তোলা হবে আইন আমান্য আন্দোলনে। যত মিড ডে মিল কর্মী গত দুই বছরে কাজ হারিয়েছেন, তাদের কাজে পুনর্বহাল করার দাবিও যোগ করা হয়েছে। রয়েছে আইনসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা, সমকাজে সমমজুরী, ন্যূনতম মজুরি মাসে ২১ হাজার টাকা, এবং সিএএ, এনপিআর, এনআরসি বিরোধিতা কারার ডাক, সিট্যু রাজ্য দপ্তরে বসে বলেছেন পাঞ্চালী ভট্টাচার্য।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS