১০৩২৩ শিক্ষক! একটি অংশের গণ অবস্থান চলছে, আরেকটি অংশ বসছে আগামীকাল থেকে

১০৩২৩ শিক্ষক! একটি অংশের গণ অবস্থান চলছে, আরেকটি অংশ বসছে আগামীকাল থেকেFeatured Video Play Icon

ত্রিপুরার ১০৩২৩ শিক্ষকদের আরেকটি সংগঠন আগামীকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য গণঅবস্থানে বসছে আগরতলা সিটি সেন্টারের সামনে।
সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত। রাস্তার পাশে বসে শিক্ষকরা নিজেদের চাকরির নিশ্চয়তার দাবি করবেন।
সংগঠনের আহ্বায়ক ডালিয়া দাস জানিয়েছেন। তিনি ত্রিপুরার একজন পরিচিত সঙ্গীত শিল্পীও।

১০৩২৩ শিক্ষকদের অন্য একটি সংগঠন শিক্ষক বিমল সাহার নেতৃত্বে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅস্থানে বসেছিলেন ৪৮ ঘণ্টার জন্য। তারা তাদের আন্দোলন অনির্দিষ্ট সময়ের জন্য ঘোষণা করেছেন গতকাল।

ত্রিপুরায় ১০৩২৩ নামে হাজার হাজার শিক্ষকের সরকারি চাকরি আদালতের রায়ে বাতিল হয়েছে, তারা এখন চুক্তিবদ্ধ অবস্থায় আছেন, সেই মেয়াদও ৩১ মার্চ শেষ হয়ে যাবার কথা।
শিক্ষামন্ত্রী ‘বিকল্প হবেই’ বলেছেন, তবে কোনও নির্দিষ্ট ঘোষণা হয়নি এখনও।

ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা

COMMENTS