করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরার যুবকের মৃত্যু

ত্রিপুরাতেও করোনা ভাইরাসের আতঙ্ক। ত্রিপুরার যুবক বাইরে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
মালেশিয়াতে কাজ করতে গিয়েছিলেন ত্রিপুরার যুবক মনির হোসেন। সেখানে সে একটি রেস্তোরাঁয় কাজ করত। মনিরের বয়স ২৩। বাবার নাম সাহাজান মিয়া। বাড়ি বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

মনির হোসেনের দাদু শহীদ মিয়াঁ জানিয়েছেন, তারা ২৯ জানুয়ারি সকালে মনিরের মৃত্যু খবর পান। ঐ ভদ্রলোক, জানিয়েছেন ২০১৮ সালে রুজি রোজকারের উদ্দেশ্যে ত্রিপুরা ছেড়ে তার নাতি মালশিয়ায় গিয়েছিলেন। ২০১৬ সালে সে বিয়েও করেছে।
মনিরের দাদু জানিয়েছেন, ২৯ জানুয়ারি সকালে ফোনে তাদের জানানো হয় সে মালেশিয়াতে করোনা ভাইরাসের আক্রমণতে মারা গেছে।
মনিররা তিন ভাই এবং এক বোন। এতদিন মনির ভাল ভালোই কাজ করতো। এবং তার বাড়ির মানুষদের সাথেও যোগাযোগ হত। সেখান থেকে টাকাও পাঠাতো বাড়িতে।
মনিরের মৃত্যুর খবর শুনেই কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজনরা। তার দাদু জানিয়েছেন, মনিরকে রাজ্যে আনার জন্য সরকারের কাছে আবেদন জানাবেন।
কোরোনা ভাইরাসের সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ ৷

আগরতলা, ত্রিপুরা

preload imagepreload image