ফাঁসি হচ্ছেই ?

২৯ জানুয়ারি আসামী মুকেশের শেষ আর্জিও খারিজ হল সুপ্রিম কোর্টে। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বুধবার সেই আবেদন খারিজ করল ৷

২৮ জানুয়ারি শুনানি শেষ হয় এই মামলার ৷ ২৯ জানুয়ারি সকাল সাড়ে দশটায় এই মামলার রায় জানাল সুপ্রিম কোর্ট৷
২৫ জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷
তার আগে ২২ জানুয়ারি ফাসির দিন ধার্য হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোয় ফাসির দিন পিছিয়ে যায়।
নির্ভয়া কান্ডের চার আসামী হল মুকেশ সিং, বিনয় শর্মা,অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তা।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির বুকে ঘটে গণধর্ষণ এবং খুনের জঘন্যতম ঘটনা। চলন্ত বাসে প্যারা-মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । ঘটনার নির্মমতা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে ।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS