করোনা ভাইরাস : দুদিনের মধ্যে হোস্টেল ছাড়তে হবে । দিল্লি আইআইটি’র নির্দেশ

করোনা ভাইরাস : দুদিনের মধ্যে হোস্টেল ছাড়তে হবে । দিল্লি আইআইটি’র নির্দেশ

প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সঠিকভাবে অনুসরণ করতে তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন।

এদিকে আইআইটি দিল্লি , হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের আগামী রোববারের মধ্যে হোস্টেল ছেড়ে চলে যাবার জন্য নির্দেশ দিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। কেবলমাত্র পিএইচডি স্কলার এবং বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য এই নির্দেশাবলী প্রযোজ্য হবে না।

আইআইটি দিল্লির এসিস্ট্যান্ট রেজিস্টার শিক্ষা প্রতিষ্ঠানের বিটেক ,এম টেক , এমএসসি , এমবিএ সহ অন্যান্য কোর্সের ছাত্র-ছাত্রীদের আগামী পরশু দিন রাতের মধ্যেই হোস্টেল ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছেন । অফ ক্যাম্পাসের অন্যান্য ছাত্র-ছাত্রীদের জন্যও এই নির্দেশ প্রযোজ্য হবে বলে দিল্লি আইআইটি জানিয়েছে। পিএইচডি করছেন এমন ছাত্রছাত্রীরা যাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনুপস্থিতির কারণে গবেষণার কাজ ভীষণভাবে ব্যাহত হতে পারে তাদের ক্ষেত্রে কেবল মাত্র এই নির্দেশ প্রযোজ্য হবে না । সেক্ষেত্রে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে সুপারভাইজারদের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে ।

এখন পর্যন্ত ভারতে প্রায় ৭০ জনেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে । এর মধ্যে দুজন মারা গেছেন।

COMMENTS