সেন্ট্রাল জেলে মিলল বিচারাধীন ব্যাক্তির মৃতদেহ

ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সেন্ট্রাল জেলে পাওয়া গেল এক বিচারাধীনের মৃতদেহ। নিহতের নাম সঞ্জীব সরকার। তার বাড়ি তেলিয়ামুড়াতে।
গোটা ঘটনায় নিয়ে জেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে আছে।
মাত্র দিন কয়েক আগে আগরতলার পশ্চিম আগরতলা থানায় উদ্ধার হয়েছিল এক বিচারাধীন বন্দীর মৃতদেহ। সুশান্ত ঘোষ নামে ঐ বিচারাধীন বন্দীকে পুলিস গ্রেপ্তার করেছিল এটিএম হ্যাকিং ঘটনায়। এবার সেন্ট্রাল জেলে মিলল আরও বিচারাধীনের মৃতদেহ। নভেম্বর মাসে ত্রিপুরার রাধাকিশোরপুর থানাতে মারা গিয়েছিল মঙ্গল দাস নামে আরেক বিচারাধীন বন্দী।
যদিও কারা কর্তৃপক্ষ শুধু জানিয়েছে সঞ্জীব আত্মহত্যা করেছে বলে। মঙ্গলবার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সঞ্জীব সরকারকে দুই নম্বর সেলে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বলে জানাগেছে। তার বয়স ৩৪ বছর।

সঞ্জীব সরকার এইডস রোগী ছিল বলে কারা বিভাগ সুত্রে জানাগেছে। সে তার বাড়ির লোকজনদের সঙ্গেও দেখা করতে চাইত না।
গত বছর তেলিয়ামুড়া থানার পুলিস এনডিপিএস আইনে সঞ্জীব সরকারকে গ্রেপ্তার করে এবং আগরতলা অ্যাডিশনাল সেশন জজ তাকে জেল হাজাতে পাঠিয়েছিল।
মঙ্গলবার সকালে কর্তব্যরত পুলিশ কর্মী দুই নাম্বার সেলের মাঝখানে সঞ্জীব সরকারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বলে খবর। সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্রীয় সংশোধনাগার এর এম্বুলেন্স করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তখন দায়িত্বে থাকা ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এবং মৃতদেহ কে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গের পাঠিয়ে দেন।
মহকুমার স্বাস্থ্য আধিকারিক জে এম দাস জানিয়েছেন, দুপুরে বিশালগড় সেন্ট্রাল জেল থেকে একটি মৃতদেহ তাদের হাসপাতালে আসে। যেহেতু এটি কাস্টডিয়াল ডেথ তাই মৃতদেহ এখন মর্গে রাখা হয়েছে। ২৯ জানুয়ারি মৃতদেহের ময়না তদন্ত করা হবে।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS