আগরতলায় গভীররাতে বেসরকারি গুলি !

বসন্তে ফুলগুলি লেখাই সুখের।

দেশের রাজধানী দিল্লীই হোক, রাজ্যের রাজধানী শহর আগরতলাই হোক!

এই বসন্তে ফুল ঝরে গেছে  গরম সীসার তাপে, পড়ে আছে যা, তা লেখায় হচ্ছে,  গুলি  !

 

 

বড়জলায় ছিনাইহানির বৈশ্যপাড়ায় গভীর রাতে সন্তোষ দাসের বাড়িতে গুলি চলেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী রুমা বৈদ্য দাস। সন্তোষ আগে গাড়ি চালাতেন, এখন ছোটোখাটো ঠিকেদারি। ঠিকেদারির পার্টনারদের বিরুদ্ধেই তার স্ত্রীর ইশারা অভিযোগ। সন্তোষ ছয়মাস ধরে বাড়ি ছাড়া, আরেকদিন আক্রমণের পর তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন, যোগাযোগ নেই, রুমা দাবি করেছেন।

রাত একটায় গুলি কান্ড বলেছেন রুমা। দু’জনকে  চিনতে পেরেছেন। গাড়ি নিয়ে এসেছিলেন বন্দুকবাজরা, ছিলেন চারজন। গাড়ির আলোতে চিনতে পেরেছেন। গুলি হারিকেনে লেগে চিমনি ভেঙে গেছে। রুমার বক্তব্য।

গুলির খোলের মত কিছু একটা পরেও ছিল তার ঘরে, প্লাইউডে ছিদ্র। পুলিশ এসেছিল, বিকাল সাড়ে চারটায়। রুমা বলেছেন, তারা চার/পাঁচবার ফোন করার পরেও পুলিশের আসতে বহু সময় লেগেছে। পুলিশ এসেছিল, ছবি তুলে নিয়ে গেছে।

কিছুদিন আগে বড়জলাতেই সন্ধ্যা রাতেই এক মহিলার ওপর গুলি চলেছিল তার বাড়িতেই, কিছুদিন পর দিন মারা যান। ত্রিপুরায় ট্রেন থেকে বেশ কয়েকবার চোরাই পিস্তল উদ্ধার হয়েছে গত কিছুদিনে। শেষবার দেড় সপ্তাহ আগে।

COMMENTS