ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকবার আমেরিকা গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আসেননি ভারতে। তিনি আসছেন, এই মাসের শেষের দিকে, ২৮-২৫ তারিখ তার ভারত সফর।
প্রধানমন্ত্রীর আমন্ত্রনে তিনি আসছেন, সাথে থাকছেন স্ত্রী মেলিনা ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এক মেয়ে ভারত ঘুরে গেছেন একবার।
পিআইবি লিখেছেঃ সফরকালে নতুনদিল্লি ও গুজরাটের আহমেদাবাদে বিভিন্ন সরকারি কর্মসূচীতে অংশ নেবেন এবং ভারতীয় সমাজের একটা বড় অংশের সাথে মত বিনিময় করবেন৷
ভারত ও আমেরিকার বিশ্ব কৌশলদারি অংশীদারিত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস, মূল্যবোধের বিনিময়, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া, এবং এই দুই দেশের জনগণের উষ্ণ সম্পর্কের মধ্য দিয়ে তা চিহ্নিত হয়ে আছে৷এই সম্পর্ক পুনরায় জোর পেয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে বাণিজ্য, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সর্বোপরি দুই দেশের সাধারণ মানুষর মধ্যে উল্লেখযোগ্য উন্নতির মধ্য দিয়ে৷ এই সফর দুই নেতার জন্যই দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি ও কৌশলদারি অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে দেবে৷
(ফাইল ছবিঃ পিআইবি)
COMMENTS