সরকারী তথ্য: ১৩৮১ জন আছেন ডিটেনশন ক্যাম্পে

আসামের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বর্তমানে ১৩৮১ জন ব্যক্তি আছেন। গতকাল সংসদে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানান।

এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান গত তিন বছরে , ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত আসাম সরকার ১২১০৭ টি মামলা ফরেনার্স ট্রাইবুন্যালের কাছে হস্তান্তর করেছে। ট্রাইবুন্যালের বিচারে বিদেশী চিহ্নিত হবার পর বিভিন্ন ডিটেনশন সেন্টারে যতজন ব্যক্তিকে পাঠানো হয়েছে , এদের সংখ্যা এইরকম : গোয়ালপাড়া – ২০৯ জন , কোকড়াঝাড় – ১০৫ জন ,শিলচর – ৭৯ জন , তেজপুর – ৬৬১ জন
জোড়হাট – ২৮৬ জন , ডিব্রুগড় – ৪১ জন । মোট – ১৩৮১ জন ।

COMMENTS