আগরতলায় মৃত উকিলের ময়না তদন্ত রিপোর্ট আদালতে গেছে

আগরতলায় দিন চারেক আগে মারা যাওয়া তরুন আইনজীবী ভাস্কর দেবরায়’র ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে আদালতে।
ভাস্করের পা ভাঙা ছিল, বুকের হাড় ভাঙা ছিল, আঘাত লেগেছিল ভেতরেও, বলেছেন উকিল পুরুষোত্তম রায় বর্মন।
মৃত আইনজীবীর সিনিয়র কলিগ ছিলেন পুলক সাহা জনস্বার্থ মামলা করেছেন ত্রিপুরা হাইকোর্টে। তারা সরাকারী হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন। সেই মামলাতেই রিপোর্টি আদালতে দিয়েছে সরকার পক্ষ।

ত্রিপুরা সরকার ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
আইনজীবীরা বলেছেন, প্রশাসনের তদন্তের ওপর তাদের ভরসা নেই। তাদের তদন্তে চিকিৎসা গাফিলতির কিছুই বেরিয়ে আসবে না। তারা এটাও বলেছেন, এটি রোড ট্রাফিক এক্সিডেন্ট নয় বলে  জিবিপি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার বলেছে!
পুলিশে অভিযোগ জানাতে গিয়ে উকিলরা নাকাল হয়েছেন, শেষে আদালতে অভিযোগ জানাতে হয়েছে তাদের। সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে পথে নামতে হয়েছে তাদের। এটি নজিরবিহীন।

COMMENTS