তরুন আইনজীবীর মৃত্যুতে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা

তরুন আইনজীবীর মৃত্যুতে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলাFeatured Video Play Icon

সহকর্মীর মৃত্যু নিয়ে ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন আগরতলার আইনজীবীরা। এখন হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন।

ত্রিপুরার রাজধানী আগরতলায় তরুন আইনজীবী ভাস্কর দেবরায় ৭ মার্চ ভোরে মারা গেছেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ আছে। তার মা খুনের অভিযোগও এনেছেন সংবাদ মাধ্যমের সামনে।

ভাস্কর, আইনজীবী পুলক সাহা’র চেম্বার জুনিয়র ছিলেন। ত্রিপুরা হাইকোর্টে তিনি জনস্বার্থ মামলা করেছেন। শুধু ভাস্করের মৃত্যুর জন্য ন্যায় বিচারই নয়, আর যেন কারও সাথে এমন না হয়, জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছে।আগামীকাল আবার বিষয়টি আদালতে আসবে।

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশি’র নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চে আবেদনটি দুপুরে উঠেছিল।

স্বাস্থ্য দফতর ডেথ অডিট করার নির্দেশ দিয়েছিল, বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে একটি কমিটি গড়ে দেয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকালে ভাস্করের মায়ের সাথে বাড়িতে গিয়ে দেখা করেছেন। ডাক্তারদের রিপোর্টে তিনি সন্তুষ্ট না, তাই ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সেখানে।

আইনজীবীরাও স্বাস্থ্য দফতরের ডেথ-অডিট’র ওপর ভরসা নেই বলেছেন। এই কমিটি সরকারের বিরুদ্ধে গিয়ে রিপোর্ট দেবার সাহস দেখাবে না বলে তাদের ধারনা।

পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে আইনজীবীরা নাকাল হয়েছেন, শেষে আদালতের কাছে অভিযোগ রেখেছেন। সেই অভিযোগের বিষয়টি ১২ মার্চ আদালতে আসার কথা বলে জানা গিয়েছিল।

ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা

COMMENTS