ত্রিপুরায় পিছিয়ে গেল এডিসি নির্বাচন

অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেল ত্রিপুরা উপজাতি এলাকা  স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্ট্মেন্ট’র সচিব এন ডারলং করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির জন্য নির্বাচন পিছিয়ে দেয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন কিছুক্ষণ আগে।

১৭ মে টিটিএএডিসি’র চলতি মেয়াদ শেষ হচ্ছে। ভোটার তালিকা, ইত্যাদি বের হয়ে গেছে। রাজ্য নির্বাচন কমিশনারকে এই নির্বাচনের জন্য কমিশনার নিয়োগ করা হয়েছিল।

 

করোনা ভাইরাস পরিস্থিতি ছাড়াও এই নির্বাচন সময়ে হচ্ছে কিনা, তা নিয়ে আগেই প্রশ্ন উঁকি দিয়েছিল। এই জেলা পরিষদের আসন বাড়ানোর প্রস্তাব, ইত্যাদি এসেছে।

রাজনৈতিক সমীকরণ নিয়েও কৌতুহল জমেছে এই নির্বাচন নিয়ে।

 

নির্বাচন কবে হবে , তা পরে জানানো হবে।

COMMENTS