ত্রাণ দেয়ার সময়ে আক্রান্ত হচ্ছেন সিপিআই(এম) কর্মীরাঃ গৌতম

ত্রাণ দেয়ার সময়ে আক্রান্ত হচ্ছেন সিপিআই(এম) কর্মীরাঃ গৌতমFeatured Video Play Icon

ত্রিপুরায় তিয়াত্তর হাজারের বেশি পরিবারকে লকডাউনের সময় সাহায্য করেছে সিপিআই(এম), বলেছেন এই  দলের ত্রাজ্য সম্পাদক গৌতম দাস।
তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় সাহায্য দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে সিপিআই(এম) কর্মীরা। ২৯ এপ্রিল সর্বদলীয় বৈঠকে বিষয়টি জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছিলেন, দেখবেন।  তারপরেও আক্রমণ চলছে ত্রাণ দেয়া নিয়ে।  গতকাল সব জানিয়ে চিঠি দেয়া হয়েছে  মুখ্যমন্ত্রীকে। আজ পুলিশকে। এই সময়ে ছয় জন মহিলা খুন হয়েছেন,এগার জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, দুটি গণধর্ষণের ঘটনা হয়েছে।

‘১০৩২৩’  শিক্ষকদের ব্যাপারে সরকারের  সুপ্রিম কোর্টে আবেদন, শিক্ষকপদ বিলোপ, ইত্যাদি নিয়েও বলেছেন গৌতম।
কৃষকদের  বীজ, সার এবং কীটনাশক দেবার দাবি জানিয়েছে সিপিআই(এম)।

COMMENTS