দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া সীমান্ত দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। আজ থেকে বাণিজ্য শুরু হতেই বিলোনীয়ার মানুষজন বিক্ষোভ দেখান।
বিলোনিয়ার মহূরীঘাট আন্তঃশুল্ক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি চালু হবার খবর ছড়িয়ে পড়তেই আজ সেখানে জড়ো হন এলাকার মানুষ। মহিলারা ছিলেন বেশি সংখ্যায়।
সেখানকার লোকজনের বক্তব্য ছিল করোনা বাংলাদেশে ছড়িয়েছে। এখন সীমান্ত খুলে দিলে এপাড়ের লোকজনও সংক্রমিত হতে পারেন। সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার দাবি করেন তারা। অবরোধ করেন সীমান্ত রাস্তা। মহকুমাপুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ও বিলোনীয়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে পুলিশ আসেন সেখানে। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, ও অনান্য আধিকারিকরা। বিধায়কের সঙ্গে এলাকার মানুষের কথা কাটাকাটি হয়। এলাকাবাসী অনড় থাকেন তাদের দাবিতে। প্রশাসনের উদ্যোগে পরে অবস্থা স্বাভাবিক হয়, শুরু হয় সীমান্ত বাণিজ্য।
COMMENTS