বিশালগড় এর বিধায়ক ভানু লাল সাহা ওরফে ভানু মোল্লা করোনা পজেটিভ”
লিখে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বিশালগড়ের নেতাজিনগরের সুজিত বণিকের ছেলে সৌরভ বণিক। আমার এখনও কোভিড ওয়ান নাইন’র টেস্টই হয়নি। কী করে তিনি মিথ্যা কথা ছড়াচ্ছেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা চাই। পুলিশকে লিখেছেন সিপিআই(এম) বিধায়ক ভানুলাল সাহা।
তিনি ত্রিপুরার প্রাক্তন মন্ত্রীও। বিশালগড় থানায় লিখিত অভিযোগ দেয়া ছাড়াও তিনি
মুখ্য সচিব পর্যন্ত জানিয়েছেন অভিযোগ, কপি গেছে মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকের কাছে।
বৃহস্পতিবারে বিকালে ভানুলাল সাহার নামে পোস্টটি দেয়া হয়েছে।
ত্রিপুরায় দু’জন সামাজিক মাধ্যমে কোভিড নিয়ে ভুল তথ্য দিয়ে গ্রেফতার হয়েছেন।
মুখ্যমন্ত্রীও ভুল তথ্য না দিতে সতর্ক করে দিয়েছিলেন। পুলিশের সাইবার ক্রাইম অন্তত দু’বার সামাজিক মাধ্যমেই পোস্ট দিয়ে সতর্ক করেছে।
ভানুলাল সাহা ফেসবুকেও একটি পোস্ট দিয়ে, তিনি করোনা আক্রান্ত নন বলেছেন। উল্লেখ করেছেন, ” আজকে এ মিথ্যা খবর ছড়ানোটা, রাজ্যে আইনত দণ্ডনীয়।”
COMMENTS