হাসপাতালে ডাক্তারকে আক্রমণ এবং অক্সিজেন সিলিন্ডার লুটের ঘটনায় ত্রিপুরা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ডাক্তার আর সেই হাসপাতালে কাজ করতে চান না, অন্য কোথাও তাকে বদলি করে দেয়ার জন্য বলেছেন কতৃপক্ষকে।
খোয়াই জেলা হাসপাতালে গতকাল ডাঃ তমাল সরকার আক্রান্ত হয়েছেন। হাসপাতালের পক্ষে ডাঃ ধনঞ্জয় রিয়াং পুলিশের কাছে অভিযোগ করেছেন।
ডাঃ তমাল সরকারের বাড়ি কিছুদিন আগেই একবার আক্রান্ত হয়েছে। তার গাড়ি ও স্কুটার পুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি বলেছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে চাননি।আগের ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন, হয়নি কিছুই।
ত্রিপুরার সরকারি ডাক্তারদের সংগঠন, এটিজিডিএ, তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলেছে, পুলিশ কিছুই করে না। এমনকী এক ক্ষেত্রে,ডাক্তারকে আক্রমণকারীর সাথে মীমাংসা করে নিতে হয়েছে।
হতাশায় এটিজিডিএ সামাজিক মাধ্যমে লিখেছে, ডাক্তাররা ব্যবসা করুন, পানের টং দিন , তাতেও সম্মান বজায় থাকবে।
COMMENTS