তিপ্রা রাজনৈতিক দল হয়ে আসছে, লড়বে উপজাতি জেলা পরিষদ নির্বাচনে!

তিপ্রা রাজনৈতিক দল হয়ে আসছে,  লড়বে উপজাতি জেলা পরিষদ নির্বাচনে!

দ্য ইন্ডিজেনাস প্রগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স ( তিপ্রা) রাজনৈতিক দল হিসাবে ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে লড়তে পারে। ঘোষণা হতে পারে কালই, আগরতলার মালঞ্চ নিবাসে দুপুরে এক সভা থেকে এই ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
তবে তিপ্রা নামে এনজিও থেকে যাবে। এই সংগঠনের সাথে জড়িত একজনের কাছ থেকেই এই খবর পাওয়া গেছে।

ত্রিপুরার প্রাক্তন রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন গত লোকসভা নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে দেন।কিছুদিন পর এই সংগঠন করেন। তিনি আর রাজনীতিতে নেই বলেও ঘোষণা দিয়েছিলেন। সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে এই সংগঠন কাজ করার কথা বলেছিল। তিনি যখন কংগ্রেস ছাড়েন তখন তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস’র প্রধান ছিলেন।
কিছুদিন আগে আইপিএফটি(ইউনাইটেড) এবং অন্য একটি আঞ্চলিক দল শিলঙে বৈঠক করে তিপ্রা’র সাথে কাজ করার ঘোষণা দিয়েছে।
কিছুদিন আগে প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা। তিনি সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বলেছিলেন, সাংবাদিকদের হোম-ওয়ার্ক করে আসা প্রয়োজন, তিনি রাজনীতিতে নেই, এটা ঘোষিত। তিনি কংগ্রেসেও নেই, বিজেপিতেও না।

ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ’র মেয়াদ গত বছরেই শেষ হয়ে গেছে। কোভিড’র কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত আছে। প্রশাসকের হাতে আছে এখন এই পরিষদ। প্রথমে ছয় মাস, পরে আরও ছয় মাস তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
ত্রিপুরা হাইকোর্ট সম্প্রতি বলেছে, মে মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচন শেষ করে নিতে হবে।

COMMENTS