সেপ্টেম্বরে এখন পর্যন্ত দিনে গড় মৃত্যু আগস্টের দ্বিগুন!

সেপ্টেম্বরে এখন পর্যন্ত দিনে গড় মৃত্যু আগস্টের দ্বিগুন!

ত্রিপুরায় কোভিডে একদিনে মৃত্যুর সংখ্যা বাড়ল  আরও পাঁচজন। মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২। বুধবারে মৃত্যু-সংখ্যা ছিল ১৬৭।

মৃত্যু-হার  উত্তরপূর্বাঞ্চলের  সবচেয়ে বেশি ত্রিপুরায়, । গতকালই  এক শতাংশ ছুঁয়েছিল,  আজও তাই।

 

সেপ্টেম্বর মাসের এই দশ দিনে মারা গেছেন ৬০ জন। গড়ে প্রতিদিন ছয় জন। ৩১ আগস্ট পর্যন্ত ত্রিপুরায় মৃত্যু সংখ্যা ছিল ১১২। আগস্ট মাসেই মারা গিয়েছিলেন ৮৮ জন।

সেপ্টেম্বর মাসের বাকী আরও বিশ দিন, আগস্টের মৃত্যু সংখ্যা থেকে ২৮ দূরে। আগস্টে গড়ে প্রতিদিন মারা গেছেন ২.৮৪ জন, এখন পর্যন্ত এই মাসে সে হার দ্বিগুনের বেশি।

 

বৃস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতর থেকে যে বুলেটিন দেয়া হয়েছে তাতে কোভিড

আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত বলা হয়েছে ১৭,২৬৯ জন।

পজিটিভিটির হার  ৫.৪৮ শতাংশ। গতকাল পজিটিভিটির হার ছিল ৫.৩৯ শতাংশ। গতকালের তুলনায় আজ আরও বেড়েছে পজিতিভিটির হার।

রাজ্যে বর্তমানে এক্টিভ রোগীর সংখ্যা ৬৮২৯।  সুস্থ হয়ে বাড়িতে গেছেন ১০,২৫৫।

সুস্থতার হারও কমছে প্রতিনিয়ত, এখন সুস্থতার হার ৫৯.৪১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৫৯.৭৮ শতাংশ।

বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২৬২ জন।

 

অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে  জিবিপি হাসপাতালের সুপারের কোনও সাড়া পাওয়া যায়নি, দ্য প্লুরাল কলাম জানার চেষ্টা করেছিল।

preload imagepreload image