বিরোধী দলনেতা মানিক সরকার আজ যান জিবিপি হাসপাতালে। ভর্তি আছেন সিপিআই(এম)-এর যুবকর্মী বিশ্বজিত দেবনাথ। কয়েকদিন আগে তার ওপর আক্রমণ হয়েছিল উদয়পুরের শালগড়াতে। মানিক সরকার অভিযোগ করেছেন, বিজেপি দুষ্কৃতীরা এই যুবকর্মীর উপর হামলা করেছে।
মানিক সরকার জিজ্ঞাসা করেছেন বিশ্বজিতকে, কত জন তার ওপর হামলা চালিয়েছিল। তারপরেই তিনি যুবকর্মীটিকে পরামর্শ দিয়েছেন, ‘যারা আক্রমণ করেছে, তাদের ক্ষমা করে দাও। তুমি মনে রাগ পুষে রেখো না’।
হাসপাতাল থেকে বাইরে এসে বিরোধী দলনেতা বলেছেন, “যিনি বিজেপি দলের সভাপতি তিনিই ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি পুলিস মন্ত্রীও। তিনি কেমন দল এবং রাজ্য চালাচ্ছেন মানুষ দেখতে পাচ্ছে।জঙ্গলের রাজত্ব চলছে। পশুর রাজত্বেও কিছু নিয়ম থাকে।”
ভিডিও ব্যবস্থাপনায় অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS