দিল্লীতে আবার আপ সুনামি

দিল্লী বিধানসভায় আবার ক্ষমতায় আসছে আম আদমী পার্টি (আপ)। টাইমস নাউ- ইপসোস (Times Now- IPSOS) এর জনমত সমীক্ষায় এই তথ্যই বেরিয়ে এসেছে।

সত্তর আসনের দিল্লী বিধানসভায় আপের এখন বিধায়ক আছেন ৬৭ জন। টাইমস নাউ এর সমীক্ষা বলছে এবার আপের আসন সংখ্যা কমে হতে পারে ৫৪ থেকে ৬০। সমীক্ষা অনুযায়ী বি জে পি সাকুল্যে পেতে পারে ১০ থেকে ১৪ টি আসন। সমীক্ষা বলছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই আপ আবার ক্ষমতায় আসছে বর্তমান বিধানসভায় বি জে পি’র বিধায়ক আছেন তিন জন । কংগ্রেসের ক্ষেত্রে এই সমীক্ষা বলছে খুব ভালো ফল করলেও দুইটির বেশী আসন পাবে না ।

দিল্লীতে ভোট আগামী ৮ ফেব্রুয়ারি । গণনা হবে ১১ ফেব্রুয়ারি।

COMMENTS