“রক্ষকই যখন ভক্ষক , তখন আমরা কোথায় যাবো ?”

রক্ষকই যখন ভক্ষক , তখন আমরা কোথায় যাবো ? প্রশ্ন তুলেছেন দিল্লীর শাহীন বাগের সিএএ বিরোধী আন্দোলনকারীরা ।

নিজেদের অফিসিয়্যাল টুইট্যার হ্যান্ডেলে এই প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করেছে আন্দোলনকারীরা।

গত দু’দিনে দিল্লীর বিভিন্ন জায়গায় সিএএ বিরোধীদের সাথে সিএএ সমর্থকদের সংঘর্ষ চলছে। হিংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়।

সিএএ সমর্থক কারা ? শাহীনবাগের আন্দোলকনকারীরা নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে , এরা ‘রাইট উইং হুলিগান’। পরোক্ষে বিজেপি সমর্থকদের প্রতিই ইশারা করা হচ্ছে।

দিল্লীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় চলছে আগুন লাগানোর ঘটনা। এক পক্ষ আরেক পক্ষকে ছুঁড়ছে পাথর। চলছে লুটপাট।

শাহীনবাগের আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন জায়গায় দিল্লী পুলিশ সিএএ বিরোধীদের বেধড়ক মারছে।

ট্যুইটার হ্যান্ডেলে আপলোড করা ভিডিওটি গতকাল মৌজপুরে সিএএ বিরোধীদের ওপর পুলিশি অত্যাচার বলেই চিহ্নিত করা হয়েছে ।

ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন আহত আন্দোলনকারীকে পুলিশ হেনস্থা করছে। শারিরীক ভাবেও আক্রমণ করছে । রাস্তায় শুয়ে আছেন আহতরা। তখনও আন্দোলনকারীরা দেশের জাতীয় সঙ্গীত গাইছেন।

শাহীনবাগের আন্দোলনকারীরা প্ৰশ্ন ছুঁড়ে দিয়েছেন, — এভাবেই কি দিল্লী পুলিশ নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন? এভাবেই কি দিল্লী পুলিশ জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখাচ্ছেন?

(ভিডিওর সত্যতা প্লুরাল কলাম যাচাই করেনি)

COMMENTS