তিন দিনে পাঁচবার । হিমাচলে ভূমিকম্প।

তিন দিনে পাঁচবার । হিমাচলে ভূমিকম্প।

গত তিন দিনে পাঁচ বার কেঁপে উঠেছে হিমাচল প্রদেশ । শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারী থেকে। সেদিন তো বটেই ২৯ ফেব্রুয়ারি এবং ১ লা মার্চ , তিন দিনেই ভূমিকম্প হল হিমাচল প্রদেশে ।

স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সারা রাজ্য জুড়ে।

পরপর তিন দিনে পাঁচবার ভূমিকম্প কি বড় ভূমিকম্পের আগাম সংকেত ? এনিয়ে আশঙ্কা ছড়িয়েছে মানুষের মনে ।

গতকাল সকাল ১০ টা ১৫ মিনিটে গত তিন দিনে শেষ বারের মত কেঁপে ওঠে হিমাচল প্রদেশ । রিখটার স্কেলে তীব্রতা ছিল ছিল ৩.২ । আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সিমলা ।

২৮ ফেব্রুয়ারি তিনবার ভূমিকম্প হয় এই রাজ্যে । প্রথম দুটো ভূমিকম্পের উৎস স্থল ছিল জম্মু-কাশ্মীরের নিকটবর্তী এলাকা । শেষ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হিমাচল প্রদেশের কুলু জেলা ।২৯ তারিখ বিকাল ৪ টা ৪০ মিনিটে আবার কেঁপে ওঠে কেঁপে ওঠে হিমাচল প্রদেশ । ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২ ।

COMMENTS