বিচার হবে ফড়ণবিশের

বিচার হবে ফড়ণবিশের

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের বিরুদ্ধে তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।

তদন্ত যাতে না হয় সেই আবেদন করেছিলেন বিজেপি নেতা। আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

দেবেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৪ সালে নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার সময় তাঁর বিরুদ্ধে দুটো অপরাধ সংক্রান্ত মামলার তথ্য গোপন করে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

এই অভিযোগ জানিয়ে ট্রায়াল শুরু করার জন্য বোম্বে হাইকোর্ট পর্যন্ত আবেদন করেছিলেন জনৈক আইনজীবী সতীশ উকে। আবেদন বাতিল হয়ে যায় ।

দেশের সর্বোচ্চ আদালত ক্রিমিনাল প্রসিডিং শুরু করার নির্দেশ দিয়েছিল। নির্দেশের ওপরে রিভিউ পিটিশন দাখিল করেন বিজেপি নেতা। রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

COMMENTS