বিশালগড়ে ‘বাঘ’!

বিশালগড়ে ‘বাঘ’!Featured Video Play Icon

    বিশালগড়ে ‘বাঘ’  দেখা গেছে! মঙ্গলবার সকালে  থেকেই এই খবরে শোরগোল পড়ে যায় বিশালগগড়ে  বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের আশেপাশের এলাকায়। মানুষ ভিড় জমান।

    বিশালগড় ত্রিপুরার সিপাহীজলা জেলাতে। অনেকের দাবি,  জাতীয় সড়ক পেরিয়ে ‘বাঘ’ দুই বাচ্চা নিয়ে  জঙ্গলে গিয়ে ঢুকেছে। গকুলনগরে আগরতলা-সাব্রুম সড়কের পাশে এই ঘটনা।

    শোনা গেছে, এক পুলিশ কর্মী প্রথম দেখেছেন,  ‘বাঘ’!

    সেই ‘বাঘ’ দেখতে রাস্তায় ভিড় জমে যায়। গাড়ি থামিয়ে মানুষ দাঁড়িয়ে পড়েন বাঘ দেখার জন্য।

    শারিরীক দূরত্বের গণ্ডি উড়ে যায় ভিড়ে। বনকর্মীরা সেখানে পৌঁছেছেন।

    ত্রিপুরাতে এখন  বাঘ আছে বলে জানা নেই।  ত্রিপুরায়  যা দেখা যায় তা হল মেঘলা চিতা, নানা রকমের বন বিড়াল, ইত্যাদি  দেখা যায়।
    এগুলি  মূলত বিড়াল গোত্রের প্রাণী। সাধারণ  বিড়ালের আকারে  চেয়ে বড়। গায়ে ডোরাকাটা দাগ।

    বিশালগড়ে আসলে কোন্ প্রাণী দেখা গেছে, তা পরিস্কার নয়। বিশালগড়েই আছে মেঘলা চিতার জাতীয় উদ্যান।

COMMENTS