আদালতে এসে জামিন পেলেন বিধায়ক

 

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বি জে পি বিধায়ক কৃষ্ণধন দাস

 

আজ আগরতলার  প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাঁচ নং কোর্টে অবশেষে আত্মসমর্পন করলেন ত্রিপুরা বিধানসভার বি জে পি দলের বিধায়ক কৃষ্ণধন দাস । তিনি বামুটিয়া কেন্দ্রের বিধায়ক ।২০১৭ সালে দায়ের করা একটি মামলায় আদালতের ডাকে ক্রমাগত অনুপস্থিত থাকায় বেশ কিছুদিন আগেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ।   পুলিশ বিধায়ককে গ্রেপ্তার করছিল না । তিনদিন আগে বিচারক সঞ্জন লাল ত্রিপুরা সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন ৩রা ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কেন কার্যকর করা হচ্ছে না এই ব্যাপারে জবাবদিহি করতে। খবর ছড়িয়ে পরে। অবশেষে আজ আদালতের সামনে উপস্থিত হয়ে বিধায়ক শ্রী দাস আত্মসমর্পণ সহ জামিনের আবেদন করেন এবং আদালত কুড়ি হাজার টাকার মুচলেকার বিনিময়ে জামিন মঞ্জুর করে ।

 

বছর তিনেক আগে তদানীন্তব মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগে কৃষধন দাস সহ আরো বেশ কয়েকজন বি জে পি নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। যথা সময়ে চার্জ শিটও জমা পড়ে । এরপর থেকেই আদালতের ডাকে কর্ণপাত করছিলেন না বি জে পি’র বিধায়ক। গতকাল শ্রী দাস বলেছিলেন এই মামলা সম্পুর্ন ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং গণতন্ত্র উদ্ধারের জন্যই তিনি তখন মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলেন । আজ আদালতে উপস্থিত হয়ে বিধায়ক কৃষণধন দাস বলেন যে টি ভি তে দেখেই তিনি সব জানতে পেরেছেন ।  ভারতীয় জনতা পার্টি এবং ব্যক্তিগত ভাবে উনি নিজেও আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আদালতে  উপস্থিত হয়েছেন ।

 

আগরতলা, ত্রিপুরা

COMMENTS