মানুষের বিশ্বাস নষ্ট হবে পুলিসের ওপর, বললেন সুদীপ

পুলিশি হেফাজতে সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনা পুলিসের ওপর  মানুষের বিশ্বাস নষ্ট করবে বলে মনে করছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিকালে তিনি এবং আরেক বিজেপি বিধায়ক আশিস সাহা যান সুশান্ত ঘোষের বাড়িতে। কথা বলেন বাড়ির লোকের সঙ্গে। সেখানে থাকা সাংবাদিকদের সুদীপ রায় বর্মণ বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি নিজেও একজন ছেলের বাবা। সেই দিক থেকে গোটা বিষয়টি তিনি যেন দেখেন।”

 

ত্রিপুরার রাজধানীতে  পশ্চিম আগরতলা  থানায় উদ্ধার হয়েছিল সুশান্ত ঘোষের দেহ রবিবার সকালে  । পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে।  পুলিস দাবি করেছে,  এটিএম হ্যাকিং ঘটনায় গ্রেপ্তার হওয়া সুশান্ত আত্মহত্যা করেছেন থানাতে।

ভিডিও ব্যবস্থাপনায় অভিজিৎ

 আরও খবর এই নিয়েঃ 

পশ্চিম থানার লকআপে বিচারাধীন বন্দীর মৃত্যু ঘিরে রহস্য, ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্তের নির্দেশ

লঙ্কামুড়ায় আক্রান্ত পুলিস

দরজার কবজার সঙ্গে ঝুলে ছিল সুশান্ত’র দেহ ?

ত্রিপুরায় পুলিশি হেফাজতে বন্দীর মৃত্যু নিয়ে বিরোধীদের কড়া সুর

হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি সিপিএমের

ত্রিপুরায় আইনের শাসন নেইঃ সিপি(আই)এম পলিটব্যুরো’র মানিক সরকার

থানায় মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন সুবল ভৌমিক

আগরতলা, ত্রিপুরা

COMMENTS