১৪ হাজার ফুট উঁচুতে আটকে পড়া ১১১ জন পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী

১৪ হাজার ফুট উঁচুতে আটকে পড়া ১১১ জন পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী

ভারতীয় সেনাদের সাহসিকতায় প্রাণ বাঁচলো ১১১ জন পর্যটকের। ঘটনা অরুণাচল প্রদেশে।

চৌদ্দ হাজার ফুট উচ্চতায় আটকে পড়ে ৭০ টি গাড়ি। সেলা পাসের পুরু বরফের রাস্তায় সবাই আটকে পড়েন। আতঙ্কিত হয়ে ওঠেন সব পর্যটক। গত পরশু দিন রাতের ঘটনা।

অন্ধকারেই অপারেশন শুরু করেন সেনাবাহিনীর জওয়ানেরা। তীব্র তুষারপাতের কারণেই আটকে গিয়েছিল সব গুলো গাড়ি। গতকাল দুপুর পর্যন্ত চলে উদ্ধার কাজ ।

সেলা পাস চীন সীমান্তে। জনপ্রিয় এই পর্যটন ক্ষেত্র দেখতে প্রতি বছর অনেক পর্যটক ভিড় জমান । স্থানীয়দের কাছেও খুব জনপ্রিয় সেলা পাস।

সেনাবাহিনীর পক্ষ থেকে সঠিক সময়ে উদ্ধার কাজ শুরু না হলে বড় একটি দুর্ঘটনা ঘটতে পারতো । স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদ্ধার হওয়া সবাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় ।

COMMENTS