দিলীপ ঘোষের বিরুদ্ধে তরুণীর এফ আই আর

কোলকাতা , ৩১জানুয়ারি (আই এ এন এস) : পশ্চিম বঙ্গের বি জে পি রাজ্য সভাপতির বিরুদ্ধে আই পি সি’র বিভিন্ন ধারায় মামলা দায়ের করলো পশ্চিমবঙ্গ পুলিশ। আজ বিশ্ব বিদ্যালয়ে পাঠরতা দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী বি জে পি’র রাজ্য সভাপতির বিরুদ্ধে যৌণ ইঙ্গিত বহ এবং খুনের প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ জানিয়ে এফ আই আর দাখিল করার পরই পুলিশ মামলা দায়ের করে । হুমকী এবং ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে মুখ্যত মামলা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল পাটুলিতে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্টের পক্ষে বি জেপি এর আহুত একটি মিছিল থেকে বেশ কয়েকজন সেই ছাত্রীকে অপদস্ত করে বলে অভিযোগ। সেই অভিযোগকারিনি বি জে পি সমর্থকদের আচরণে ভীত হয়ে পুলিশি নিরাপত্তাও দাবী করেছেন । পুলিশ এবং প্রত্যক্ষ দর্শীদের মতে , দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা নামে একটি মিছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল , সেই রাস্তার পাশে দাঁড়িয়ে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্টের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন সেই ছাত্রী এবং তার হাতে সি এ এ বিরোধী পোস্টারও ছিল । মিছিল থেকে কয়েকজন বি জে পি সমর্থক বেরিয়ে এসে সেই ছাত্রীর সাথে বচসায় জড়িয়ে পড়েন । তার হাতের পোস্টার ছিঁড়ে দেওয়া হয় । সেই ছাত্রীর কানের সামনে মুখ নিয়ে জোরে জয় শ্রী রাম চিৎকার করতে শুরু করেন অনেকে ।পুলিশ এসে সেই ছাত্রীকে বি জে পি সমর্থকদের হাত থেকে উদ্ধার করে । সাংবাদিকদের দিলীপ ঘোষ জানান সেই ছাত্রীর ভাগ্য ভাল যে এর থেকে বেশী কিছু তার সাথে হয় নি ।তিনি এও বলেন যে সি এ এ বিরোধীরা যদি বি জে পি’র মিছিলের সামনে আসে তাদের সাথে এর থেকে বেশী কিছু যদি না হয় তাহলে সেটা তাদের সৌভাগ্য। শাহীন বাগের তুলনা টেনে তিনি এও বলেন অনেক বাঘ এবং সার্কাস আছে যেখানে গিয়ে ওরা প্রতিবাদ করতে পারে । আমাদের মিছিলের সামনে ওদের আসার কী দরকার ? প্রশ্ন ছুঁড়ে দেন দিলীপ ঘোষ । এসব করার অর্থ হচ্ছে সংবাদে আসা নতুবা শহীদ হওয়া বলেও তিনি মন্তব্য করেন ।

অভিযোগকারিনি জানিয়েছেন তিনি তার এফ আই আর এ দিলীপ ঘোষের করা সব মন্তব্যের উল্লেখ করেছেন ।

COMMENTS